Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে কুশিয়ারা বেড়ি বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

নবীগঞ্জ প্রতিনিধি: |  ২২ মে, ২০২২

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাক এলাকায় কুশিয়ারা বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান।

রোববার (২২ মে) দুপুরে তিনি নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দিঘলবাক গ্রাম,ফাদুল্লা ও পারকুল গ্রামের পাশে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বেড়ি বাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্টদের বলেন, বেড়ি বাঁধে কোথাও কোনো ক্ষতি বা ঝুঁকির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক সেগুলো মেরামত করতে হবে।

তিনি বলেন, ইতিমধ্যেই ঝুঁকিপূর্ণ স্থানে বালির বস্তা ফেলা হচ্ছে। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জনগণকে বেড়ি বাঁধ রক্ষায় ঝুঁকিপূর্ণ হলে বাঁধে সম্পৃক্ত পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শেখ মহিউদ্দিন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রাতুল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মুহিত, সদস্য ছনি চৌধুরী প্রমুখ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.