Sylhet Today 24 PRINT

হজরত শাহজালাল (র.) মাজারে ওরস ১৯ জুন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২২

সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরস আগামী ১৯ ও ২০ জুন। ওরস সামনে রেখে গতকাল শনিবার পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব।

এদিন ভক্ত-অনুরাগীরা ‘লালে লাল শাহজালাল’ ‘শাহজালাল বাবা কি জয়’, ‘৩৬০ আউলিয়া কি জয়’,  ওলি আউলিয়া কি জয়’ স্লোগান সহকারে মাজারে যান।

এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার ভক্ত জড়ো হন দরগাহ প্রাঙ্গণে। নামাজের পর দরগায় মিলাদ শেষে নাগড়া বাজার সঙ্গে সঙ্গে ভক্তরা শহরতলির লাক্কাতোড়া ও মালনিছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশে রওনা দেন।

সেখানে গিয়ে আবার মিলাদ পড়া হয়। এরপরই শুরু হয় লাকড়ি সংগ্রহ। স্লোগানসহকারে মাজারে ফেরার পর মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা। এসব লাকড়ি বা কাঠ ওরসের সময় শিন্নির রান্নার কাজে ব্যবহৃত হবে।

মাজারের ভক্তরা জানান, ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহজালাল (র.) জীবদ্দশাতে এভাবেই লাকড়ি সংগ্রহ করা হতো। চিরায়ত সেই ঐতিহ্য বিগত ৭০০ বছর ধরে পালিত হয়ে আসছে। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে এ উৎসব উদযাপন হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.