Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ২ ডায়গনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২২

মেয়াদহীন পরীক্ষা সামগ্রী রাখার দায়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুটু ডায়গনেস্টিক সেন্টারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর।

রোববার দুপুরে পরিচালিত এ অভিযানে বিশ্বথানের মা মনি ডায়গনস্টিক সেন্টারকে ১৫ হাজার এবং সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এসব ডায়গনস্টিক সেন্টারের গবেষনাগারে বিপুল পরিমান মেয়াদবিহীন ও মেয়াদউত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে।

রবিবার সকাল ১১ টা থেকে ২ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ডায়গনস্টিক সেন্টারসমূহের বৈধ নিবন্ধন আছে কি না এবং ওইসব প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের যথাযথ সনদ আছে কি না তা তদারকি করা হয়।

ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এ অভিযানে সহায়তা করেন এপিবিএনের একটি টিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.