Sylhet Today 24 PRINT

বন্যার্তদের পাশে শাবিপ্রবি ছাত্রলীগ

শাবিপ্রবি প্রতিনিধি: |  ২৩ জুন, ২০২২

সিলেটে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সিলেট সদরের জাইঙ্গাল, সফির উদ্দিন হাইস্কুলের আশ্রয় কেন্দ্রে, মাসুকবাজারের বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শাবি ছাত্রলীগ বন্যা শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। পূর্বের দুই দিন রান্না করা খাবার, শিক্ষার্থীদের নিরাপদে স্থানে পৌঁছে দেওয়া সহ আজকে সাবেক ছাত্রলীগের সহযোগিতায় ৫ শ' মানুষের কাছে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরন করা হয়েছে। আমাদের এ কাজ অব্যাহত থাকবে। সেই সঙ্গে সমাজের বিত্তশালী মানুষের কাছে আহবান থাকবে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর।

সাবেক উপদপ্তর সম্পাদক মো. সজীবুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যাকবলিত মানুষের পাশে আছি। আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি বন্যাদুর্গত কোনো মানুষ যেন অভুক্ত না থাকে। বন্যার এই কঠিন পরিস্থিতি যতদিন থাকবে আমাদের শাবি ছাত্রলীগের প্রতিটা নেতাকর্মী কাজ করে যাবো। এটা সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা।

ত্রাণ বিতরণে অংশ গ্রহণ করেন ছাত্রলীগের সমাজ বিজ্ঞান অনুষদের সহ সভাপতি মামুন শাহ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন, লোক প্রশাসন বিভাগের সহ সভাপতি ইমামুল হোসেন হৃদয়, শামীম রানা, মেহেদি হাসান হৃদয়, তুর্যিব খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.