Sylhet Today 24 PRINT

৫৫ বছর পর বিশ্বনাথে রথযাত্রা

বিশ্বনাথ প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২২

প্রায় ৫৫ বছর পর সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই রথযাত্রায় বেশ আনন্দ উৎসবে মেতে উঠেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা।

শুক্রবার (১ জুলাই) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া গ্রামস্থ ‘বিশ্বরূপ মডেল মন্দির’ থেকে রথযাত্রা শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই গ্রামে অবস্থিত শ্রী শ্রী নারায়ণ মন্দিরে (স্বর্গীয় অনাথ বন্ধু চন্দ্রের বাড়ি) গিয়ে শেষ হয়।

এদিকে রথযাত্রা শুরুর আগে পৌর শহরের জানাইয়া গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে ব্রাক্ষমুহুর্ত হইতে শ্রী শ্রী জগন্নাথ দেবে পূজার্চনা, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক, বীর মুক্তিযোদ্ধা ড. অরূপ রতন চৌধুরী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন পরম ভাগবত ও গীতা গবেষক শ্রী নিত্যগোপাল গোস্বামী।

জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের পরিচালক রমা কান্ত দে’র সভাপতিত্বে ও সহকারী পরিচালক বাবুল কান্তি দাশ মেঘলের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাগবত বেত্তা চৈতন্য দাশ গোস্বামী, আইনজীবী কল্যাণ চৌধুরী, ডা. অরূপ রতন চৌধুরীর সহধর্মিণী গৌরী চৌধুরী।

এসময় বক্তব্য রাখেন সংগঠক মতি লাল দাশ, তপন দেব রায়, দীলিপ দেব, রণজিৎ গোস্বামী, অজয় দে, শংকর দেব, পুলক সিংহ, বিভাস দে, রবি পাল, শুভরাজ চন্দ্র। সভার শুরুতে গীতাপাঠ করেন শিক্ষার্থী অপূর্বা দেব রায়, স্বেতস্বী রাণী নাথ, বিথী রাণী নাথ, অর্পা দেব ও অর্পনা পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.