Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ভারতীয় হাই কমিশনের ত্রাণ বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ০১ জুলাই, ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দুদিন উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন রাজাই গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

এরআগে ভারতীয় হাইকমিশন ঢাকা বাংলাদেশে প্রেরিত উপহার ভারতীয় হাইকমিশন সিলেটের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জাসওয়ালের উপস্থিতিতে হস্তান্তরিত ১২ ০প্যাকেট ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

পরে রাজাই গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সদস্য মহিবুর রহমান চৌধুরী, ইউনিয়ন পরিষদ সদস্য মো. কফিল উদ্দিন, এনড্র সলমার, রমেশ জুয়েল সলমার, মেরিনা দিব্রা, বর্ণিশ ডালভড, সুষমা জাম্বিল, সুধীর সাংমা, জন রবার্ট মারাক, দিপ্তী চিছাম, পরিস্কার বেগম, কুমিলা ম্রং, আবলুক সাংমা, বাতিলা দিও, তেংসুয়া রেমা, রূপালী আজীম, অমিতা হাদিম, কনিষ্টা দারিং, সুভাষ হাজং, আব্রাহাম সলমার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.