Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০২২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাঁচটি ইউনিয়নের ৬৫০জন প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্য বীজ, সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি প্রণোদনার আওতায় ২০২২-২৩ মৌসুমে আমন ধান উৎপাদনের লক্ষ্যে বীজ ধান ৫ কেজি, এমওপি-১০কেজি, ডিএপি ১০ কেজি কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির, উপজেলা কৃষক কর্মকর্তা হাসান উদ দোলা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলী মর্তুজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রামেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, যুবলীগ নেতা আবুল কাশেমসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারী ও উপকার ভোগীগন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.