Sylhet Today 24 PRINT

সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আরও বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুলাই, ২০২২

সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নতুন করে বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দের মধ্যে রয়েছে দেড় কোটি টাকা, ৫০০ মেট্রিক টন চাল ও ২ হাজার বান্ডিল ঢেউটিন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সর্বশেষ এ বরাদ্দ দেওয়া হয় বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান।

তিনি জানান, বুধবার পর্যন্ত সিলেটে নগদ ৪ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ৬৫ লাখ টাকা এসেছে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে। এর বাইরে ২ হাজার ১১২ মেট্রিক টন চাল, শিশুখাদ্যের জন্য ১০ লাখ টাকা, গোখাদ্যের জন্য ১০ লাখ টাকা ও ২০ হাজার ১২৮ প্যাকেট শুকনো খাবার রয়েছে।

নতুন বরাদ্দ পাওয়ার পর ২৬১ মেট্রিক টন চাল ও নগদ ৭৫ লাখ টাকা উপজেলা পর্যায়ে উপবরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল আলম। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা বরাদ্দ অনুযায়ী বিতরণ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.