Sylhet Today 24 PRINT

ওসমানীতে বিমানের ময়লার ট্রলিতে ১০ টি স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জুলাই, ২০২২

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ময়লার ট্রলি থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার  করা হয়েছে।

মঙ্গলবার সকালে কাতারের দোহা থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে পরিত্যাক্ত অবস্থায় এই স্বর্নের বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা। তবে স্বর্ণ কে বা কারা নিয়ে এসেছন তা জানতে পারেননি রাজস্ব কর্মকর্তারা। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসি পারভেজ বলেন, আমাদের কাছে আগেই তথ্য ছিলো এই ফ্লাইটে স্বর্ণ আসতে পারে। তাই বিমান অবতরণের পরই আমরা সব যাত্রীদের তল্লাশি করছিলাম। কিন্তু কোন যাত্রীর কাছে কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে ১০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এই কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.