Sylhet Today 24 PRINT

বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছুই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০২২

বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছুই নেই- এমন দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের আলিসারকুল এলাকায় অলিলা অপালওয়্যার ইন্ডাস্ট্রিজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আর কোনো কিছুর অভাব শোনা যায় না। বাংলাদেশে ক্ষুধা-দারিদ্র্য বলে কিছুই নেই। দারিদ্র্য দেখতে আমাদের পরবর্তী প্রজন্মকে মিউজিয়ামে যেতে হবে।

‘উন্নয়নের নতুন নতুন ইতিহাস সৃষ্টি করেছি আমরা। মাত্র তো পদ্মা সেতু দেখেছেন, ২০৪০ সালে আমরা ইউরোপের মতো শক্তিশালী হব।’

বিদ্যুতের লোডশেডিং নিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যেন অতিরিক্ত চাপ না পড়ে, তাই পরিকল্পনামাফিক লোডশেডিং করা হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিলা গ্রুপের চেয়ারম্যান হাসিনা নাহিদ।

বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

স্বাগত বক্তব্য রাখেন অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান।

তিনি জানান, অলিলা এখন থেকে দেশের চাহিদা মিটিয়ে অপালওয়্যার পণ্য ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করবে। অপালওয়্যারের বিভিন্ন পণ্য আগে আমদানি করতে হতো, এখন দেশে উৎপাদন করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.