Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে পৌরসভার বাজার সড়কের সংস্কার কাজে ধীরগতি, দুর্ভোগ

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৩ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা বাজারের সড়কের সংস্কার কাজ এখনও শেষ হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষ।

বুধবার সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় পৌরসভা বাজারের সড়কের কার্পেটিং ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। মানুষও দুর্ভোগে পড়েন। মানুষের এই দুর্ভোগ লাগবে জগন্নাথপুর পৌরসভার উদ্যাগে সড়কের সংস্কার শুরু করতে নির্মাণ সামগ্রী সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। কিন্তু যথাসময়ে কাজ শুরু না করায় সড়ক দিয়ে চলাচলকারী লোকজন আরও ভোগান্তিতে পড়েন।

পৌরসভার ব্যবসায়ী পৌষী ফ্যাসনের মালিক জয়ন্ত গুপ্ত বলেন, ‘রাস্তা সংস্কার হলে ব্যবসা ভাল হবে। কিন্তু কাজ শেষ না করে ফেলে রাখায় মানুষের চলাফেরা করতে সমস্যা হচ্ছে।’

সৈয়দপুর গ্রামের সৈয়দ রিয়াদ আহমদ বলেন, ‘উপজেলা বাজারে পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষের সমাগম হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। রাস্তাটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করেন।’

এ ব্যাপারে জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তারুজ্জামান আক্তার বলেন, ‘বৃহস্পতিবার জগন্নাথপুর পৌরসভার বাজারের রাস্তার সংস্কারের কাজ শেষ হয়ে যাবে আশা করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.