Sylhet Today 24 PRINT

বড়লেখায় বন্যা-পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা

বড়লেখা প্রতিনিধি: |  ০৬ আগস্ট, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বড়লেখা সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩০ পরিবারকে ঢেউটিন ও ২০০ পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি হাজী আব্দুল করিমের অর্থায়নে ও বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই সহায়তা দেওয়া হয়েছে।

পাশাপাশি অনুষ্ঠানে সিআইপি হাজী আব্দুল করিমকে সদর ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৬ আগস্ট) বিকেলে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

এতে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের পরিচালক সিআইপি হাজী আব্দুল করিম, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, ইউপি সদস্য আব্দুস সালাম, নজরুল ইসলাম মানিক ও ফখরুল আলম প্রমুখ।

এসময় বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব কামাল আহমদ, ইউপি সদস্য কবির উদ্দিন, আবজাল হোসেন আউয়াল, ফয়েজ আহমদ, আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.