Sylhet Today 24 PRINT

কাঁচা মরিচে আগুন, কেজি ৩০০ টাকা

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৭ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাজারগুলোতে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

ক্রেতারা জানিয়েছেন, দুইদিন আগেও কাঁচা মরিচ বিক্রি হতো ২০০ টাকা কেজি। বাজারের বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। এ কারণে দাম বেড়েছে।

শনিবার(৬ আগস্ট) সকালে উপজেলার সবগুলো বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
 
কাঁচামরিচ কিনতে আসা সৈয়দ ছাবির আহমদ বলেন, প্রতিদিন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েই চলেছে। দুইদিন আগে কাঁচা মরিচের কেজি ছিল ২০০ টাকা। আজ কিনতে হচ্ছে ২৮০ টাকা কেজি দরে উপজেলা জগন্নাথপুর বাজারে ৩০০ টাকা দাম আজ কাঁচা মরিচের।আমাদের মতো সাধারণ ক্রেতাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাজার নিয়মিত মনিটরিং না হওয়ার কারণেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বৃদ্ধি করে দেয়।

বিক্রেতা আমীরুল ইসলাম বলেন, বর্তমানে কাঁচামরিচ আমদানি না হওয়ার কারণে বেশি দামে মরিচ বিক্রি করছেন কৃষকরা। আমরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বিক্রি করছি। তিনি আরও বলেন, বিগত দিনে তীব্র গরম এবং কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে গেছে। তাতে উৎপাদনও অনেক কম হচ্ছে, যার কারণে মরিচের দাম বেড়ে যাচ্ছে। তবে দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.