Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মজুরি বাড়ানোর দাবিতে চা–শ্রমিকদের সভা

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৮ আগস্ট, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪ নম্বর পাইকপাড়া ইউপির লস্করপুরে মজুরি বাড়ানোর দাবিতে সভা করেছে চা-শ্রমিকেরা। চা-শ্রমিকদের মজুরি জনপ্রতি আরও ১৪ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানানো হয়েছে।

সোমবার (৮ আগস্ট) বেলা ১২টায় লস্করপুর নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত লস্করপুর ভ্যালী কার্যকরি পরিষদের উদ্যোগে বাংলাদেশীয় চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মধ্যকার ২০২১-২০২২খ্রি. দ্বি-বার্ষিক, দ্বি-পাক্ষিক শ্রমচুক্তির দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধা নিবেদন এবং প্রয়াত চা শ্রমিক নেতা ও শ্রমিকদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়েছে।

লস্করপুর চা বাগান পঞ্চায়েত সভাপতি রজনীকান্ত কালিন্দীর সভাপতিত্বে ও লস্করপুর ভ্যালী ছাত্র যুব সংগঠনের সাধারণ সম্পাদক মুকেশ কর্মকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি সদস্য নৃপেন পাল।

স্বাগত বক্তব্য রাখেন- লস্করপুর ভ্যালী কার্যকরি পরিষদের সভাপতি রবীন্দ্র গৌড়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- লস্করপুর ভ্যালী কার্যকরি পরিষদের সাধারণ সম্পাদক অনিরূদ্ধ বাড়াইক, সহ সভাপতি উজ্জ্বলা পাইনকা, চা শ্রমিক ইউনিয়ন নেতা সাবেক ইউপি সদস্য লক্ষ্মী চরণ বাকতী, বিশ্বনাথ কালিন্দী, সৌমিত্র কর্মকার, আশীষ তন্তবায় বেবুল, বিরেন কালিন্দী, বিপ্লব মুড়া, খায়রুন আক্তারসহ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও ভ্যালী কমিটির বিভিন্ন চা বাগানের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।

এছাড়াও মাধবপুর-চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিকরা প্রতিবাদ সভায় মিলিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.