Sylhet Today 24 PRINT

মজুরি বাড়ানোর দাবিতে বড়লেখায় সমনবাগ চা-বাগানে কর্মবিরতি

বড়লেখা প্রতিনিধি: |  ১০ আগস্ট, ২০২২

দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় কর্মবিরতি পালন করেছেন চা-শ্রমিকেরা।

৩ দিনের কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার উপজেলার নিউ সমনবাগ চা-বাগানে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালিত হয়।

নিউ সমনবাগ অফিস প্রাঙ্গণে নিউ সমনবাগ পঞ্চায়েত, চা শ্রমিক এবং নিউ সমনবাগ চা বাগান মোকাম ডিভিশনের পঞ্চায়েতে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বর্তমান বাগান সভাপতি কন্দ মুন্ডা।

চা শ্রমিক সর্দার রাঙ্গা সাওতালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক কালীপ্রসাদ ভরদ্বাজ, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি ফজল তাঁতী, বাগান পঞ্চায়েত কমিটির সহ সভাপতি বিপ্তি বাক্তি, মোকাম বাগান পঞ্চায়েত কমিটির সহ সভাপতি স্বরস্বতি সাঁওতাল, মোকাম বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সহ সভাপতি নারায়ন কালোয়ার, চা শ্রমিক নেতা রাসবিহারী রবিদাস ও চা শ্রমিক সিতারাম গড়াইত প্রমুখ।

বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চা শ্রমিকেরা দিশেহারা। এখন ১২০ টাকার মজুরি দিয়ে সংসার চলে না। আমাদের অনেক কষ্ট করতে হয়। মজুরি বাড়ানোর কথা থাকলেও বাগান মালিকেরা নানা টালবাহানায় মজুরি বাড়াচ্ছেন না। বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতি রেখে চা-শ্রমিকের দৈনিক মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবি জানাচ্ছি। ৩ দিনের মধ্যে এই দাবি মানা না হলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.