Sylhet Today 24 PRINT

জগন্নাথপুর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার  বিদ্যুতের লোভল্টেজ সংকট নিরসনে বিদ্যুৎ বিভাগের উদ্যাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) রাতে উপজেলা বিদ্যুৎ কার্যালয়ের উদ্যাগে অবৈধভাবে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেয়ার সময় উপজেলার মীরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের লেবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে গাড়ী চার্জিং এ ব্যবহৃত সরঞ্জামাদি এবং ব্যাটারি, চার্জার, সকেটবোর্ড, সার্ভিস তার, বৈদ্যুতিক মিটার ইত্যাদি জব্দ করা হয়েছে। এঘটনায়  দুই লাখ সাত হাজার ছয়শত চল্লিশ টাকা ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে বিদ্যুৎ আদালতে বিদ্যুৎ আইনের মামলা দায়ের করা হয়েছে। রতিয়ারপাড়া, নারিকেল তলা সুবিধপুর, রানীগঞ্জ বাজারসহ বেশ কয়েকটি স্থানে বৈদ্যুতিক সংযোগে অবৈধভাবে সংযুক্ত ব্যাটারিচালিত ইজিবাইক অটোরিক্সার ব্যবহার বন্ধ করতে অভিযান চালানো হয়।

অভিযানে সুবিধপুর এলাকায় অননুমোদিতভাবে আবাসিক সংযোগের বাণিজ্যিক ব্যবহারের উদ্দ্যেশে ইজিবাইক চার্জ দেওয়ায় আরো তিন জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদের নেতৃতে উপ-সহকারী প্রকৌশলী  আবুল আজাদ ও পরাগ হায়দার উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.