Sylhet Today 24 PRINT

মাপে তেল কম দেওয়ায় নবীগঞ্জে ৩ ফিলিং স্টেশনকে জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১০ আগস্ট, ২০২২

মাপে তেল কম দেওয়ার অভিযোগে নবীগঞ্জ উপজেলার ৩ ফিলিং স্টেশনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম উত্তম কুমার দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ডিজেল, অকটেন পরিমাপে কম দেওয়ার (প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম) অপরাধে রশিদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, নিবন্ধনের মেয়াদ না থাকায় নাঈমা ফিলিং স্টেশন ও সুরমা ফিলিং স্টেশনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বিএসটিআইয় কর্মকর্তা মাসুদ রানা, উপ পরিদর্শক (এসআই) লোকেশ চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম উত্তম কুমার দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.