Sylhet Today 24 PRINT

বাইক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে শাবিপ্রবি ছাত্রী

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১১ আগস্ট, ২০২২

বন্ধুর সাথে মোটরসাইকেলে সিলেট এয়ারপোর্ট রোডে ঘুরতে গিয়ে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রী। মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আহত ওই শিক্ষার্থীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

জানা যায়, আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ভর্তি রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল বলেন, ভিসি স্যার ও আমরা সকালে আহত এ শিক্ষার্থীকে দেখতে ওসমানী মেডিকেলে গিয়েছিলাম। বর্তমানে সে  আইসিইউতে আছে। তবে তাকে অক্সিজেন দেওয়া হয়নি।

আহত শিক্ষার্থীকে সার্জারী দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যতক্ষণ ছিলাম ডাক্তাররা সেরকম কিছুই বলেনি। ডাক্তাররা আলোচনা করে পরে জানাবে বলছে। এদিকে দুপুরে নাগাদ আহত শিক্ষার্থীর পরিবারের সদস্যরা মেডিকেলে পৌঁছার কথা। তারা এসে চিকিৎসার জন্য পরবর্তী পদক্ষেপ নিবেন।

আহত শিক্ষার্থীর চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভিসি স্যার সিদ্ধান্ত নেওয়ার পর পরবর্তীতে সে বিষয়েে জানিয়ে দেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে এয়ারপোর্ট রোডে ঘুরতে যায় ওই ছাত্রী। সেখানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলে সে মাথা, কোমর ও পায়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.