Sylhet Today 24 PRINT

ওসমানী বিমানবন্দর ব্যবহার করতে পারবে ভারতে বিভিন্ন রাজ্য

নিজস্ব প্রতিবেদক |  ১১ আগস্ট, ২০২২

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী  বলেছেন, শিঘ্রই ঢাকা থেকে  চীনে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। ইতিমধ্যে  এ সংক্রান্ত সকল অনুমোদনের কাজ শেষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেটে বঙ্গবন্ধু আইসিটি পার্ক পরিদর্শন শেষ সাংবাদিকদের  প্রশ্নের জবাবে তিনি এ কথা  বলেন।

মন্ত্রী বলেন, চীনের পাশাপাশি দ্রুত ভারতের চেন্নাইয়ে পরিচালনা করারও পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ বিমান। এছাড়া ভারতের সেভেন সিস্টারসহ আশেপাশের অঞ্চলের ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবে। এনিয়ে ভারতের হাইকমিশনারের সাথে কথাও হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভারত, চীন, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যোগাযোগের শক্ত নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে সরকার।

এসময় যাত্রী সেবা নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আকাশ পথে যাত্রীদের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে কাজ করছে বর্তমান সরকার। অবকাঠামোগত দুর্বলতার জন্য একটু অসুবিধা হচ্ছে তবে খুব শিঘ্রই যাত্রীরা তাতের কাঙ্খিত সেবা পাবেন বলে জানান মাহবুব আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.