Sylhet Today 24 PRINT

টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, বিয়ানীবাজারে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ১৪ আগস্ট, ২০২২

টিকটকে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে কটুক্তির অভিযোগে মহি উদ্দিন মান্না (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ আগস্ট) রাতে পুলিশ বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিন বাজারস্থ তার মালিকানাধীন চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মান্না মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের মুছেগুল গ্রামের মানিক মিয়ার ছেলে। বর্তমানে মোল্লাপুর গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করে।

তেলের দাম বাড়ানো নিয়ে মান্না টিকটিকে প্রধানমন্ত্রী ও পুলিশ বাহিনী নিয়ে কটুক্তি করেন বলে অভিযোগ।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা জাহিদুল হক তাহমিদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান সিলেটটুডেকে রোববার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় বলেন, ‘তেলের দাম বাড়ানোর কারণে সম্প্রতি সে নিজ টিকটিক আইডিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে গালিগালাজ করে। বিষয়টি স্থানীয় ছাত্রলীগ নেতাদের দৃষ্টি গোচর হলে তারা বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে অফিসার ইনচার্জের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.