Sylhet Today 24 PRINT

১৭ বছর পলাতক থাকার পর গ্রেপ্তার

বানিয়াচং প্রতিনিধি  |  ১৭ আগস্ট, ২০২২

হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলায় ৪ বছরের সাজা মাথায় নিয়ে ১৭ ধরে পলাতক থাকার পর আসামী নজরুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, বুধবার (১৭আগস্ট) দুপুরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এবং এসআই ফারুক হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় বানিয়াচং উপজেলার  ৮নংখাগাউড়া ইউপির অন্তর্গত ঘাটুয়া গ্রামে অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর থানার ছিনতাই মামলায় ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী গুনই গ্রামের আব্দুল আলিমের পুত্র নজরুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান, আসামী গ্রেপ্তার এড়ানোর জন্য দীর্ঘ ১৭ বছর বিদেশে পলাতক ছিলেন। আসামিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.