Sylhet Today 24 PRINT

মাধবপুরে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মাধবপুর প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে ৩শ টাকা মজুরির দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা।

চা বাগানে লাগাতার কর্মবিরতির ৫ম দিনে বৃহস্পতিবার মাধবপুর উপজেলার ৫টি চা বাগানে কয়েক হাজার শ্রমিক মিছিল সহকারে মহাসড়কের  জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থান নেন। বেলা ২ টা থেকে আড়াইটা পর্যন্ত মহাসড়ক অবস্থান নিয়ে অবরোধ করেন তারা।

এসময় শ্রমিকরা চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিয়ে বক্তব্য দেয়।

শ্রমিক নেতারা বলেন, গত বুধবার ঢাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে বৈঠকে মালক পক্ষ শ্রমিকদের সঙ্গে তামাশা করেছে। দ্রব্য মূল্যেও উর্ধগতিতে চা শ্রমিকদের ১২০টাকা মজুরিতে জীবন চালানা এখন কঠিন হয়ে পড়েছে। এ জন্য চা শ্রমিকরা ৩০০টাকা মজুরি আদায়ের দাবিতে রাজপথে নামতে বাধ্য হয়েছে।

তারা সরকারের প্রতি দাবি জানান, দ্রুততম সময়ের মধ্যে চা শ্রমিকদের মজুরি দৈনিক ৩০০টাকা করা না হলে কোন অবস্থাতেই তারা কাজে ফিরে যাবে না । প্রয়োজনে তারা বাগানের বাইরে গিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালাবে।

লস্করপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌড়ের নেতৃত্বে মহাসড়কে অবস্থান কালীন সময়ে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা স্বরজিত পাশী, খোকন পানতাঁতী, প্রদীপ কৈরি, লালন পাহান,খায়রুন নাহার, বাবুল হোসেন খান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, আইয়ূব খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.