Sylhet Today 24 PRINT

প্রবাসী মেয়ের পাঠানো টাকা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুন

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৯ সেপ্টেম্বর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে গলা কেটে হত্যা করেন নুর আহমদ (৬০)। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ আদালতে এ হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গত ১০ মাস ধরে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করছিলেন নুর আহমদের মেয়ে। প্রথম দিকে তিনি তার বাবার কাছে টাকা পাঠাতেন। চার মাস বাবার কাছে টাকা পাঠান। এরপর থেকে প্রবাসী ওই মেয়ে তার মা আছিয়া বেগমের কাছে টাকা পাঠাতে শুরু করেন। আর এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

তিনি বলেন, প্রবাসী মেয়ের পাঠানো টাকা নিয়ে শনিবার মধ্যরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নুর আহমদ স্ত্রী আছিয়া বেগমকে (৫০) গলা কেটে হত্যা করেন।  

এ ঘটনায় রবিবার রাতে নিহতের ভাই রফিজ উদ্দিন নুর আহমদকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.