Sylhet Today 24 PRINT

দূর্গাপূজায় বিশ্বনাথবাসীর সহযোগীতা চাইলেন ইউএনও

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০২২

দূর্গাপূজাকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  করেছে উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পৃথকভাবে সামাজিক সম্প্রতি সমাবেশ ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই উপজেলা প্রশাসনের পাশাপাশি বিশ্বনাথে শান্তিপূর্ন দূর্গোৎসব পালনের জন্যে বিশ্বনাথের সর্বস্থরের জনসাধারণের সহযোগীতা প্রয়োজন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকারের পরিচালনায় পৃথক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহম, ইউএইচও আব্দুর রহমান বিশ্বাস, থানার ওসি গাজী আতাউর রহমান, লামাকাজি ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, অধ্যক্ষ নেছার আহমদ, অধ্যক্ষ মানিক মিয়া, অধ্যক্ষ নেহারুন নেছা, উপজেলা আনসার বিভিডিপি কর্মকর্তা আমির হোসেন, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস।

এছাড়াও প্রস্তুতিমূলক সভায় নানা সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন বিভাংশু গুন বিভু, পার্থ সারথী দাশ পাপ্পু, সমীর দে ঝুলন, শুভরাজ চন্দ, রঞ্জিত দাশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.