Sylhet Today 24 PRINT

মাধবপুরে কৃষক মাঠ দিবস পালন

মাধবপুর প্রতিনিধি |  ২৭ সেপ্টেম্বর, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে সিলেট অঞ্চলে বারি উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো উৎপাদনের আধুনিক কলাকৌশল ও কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।

গভেষনা বিভাগ বাংলাদেশ কৃষি গভেষনা ইনস্টিউট (সিলেট)এর আয়োজনে মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বিএরআই মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাজাহারুল আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারি-১১ জাতের টমেটো আবিষ্কারক ড.আবু তাহের মাসুদ।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিএরআই মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা উদ্যানতত্ত্ব গভেষনা কেন্দ্র প্রকল্প পরিচালক ড. ফারুক হোসেন , বিএরআই মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিলেট) ড. মাহমুদুল ইসলাম নজরুল, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মিয়া মো. বশির, সহ বৈজ্ঞানিক কর্মকর্তা হারুন অর রশিদ, চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, অধ্যাপক মহিউদ্দিন আহম্মদ, কৃষক আব্দুল বাছির বদু, সেলিম মিয়া, আবুল বাশার, কৃষাণি জোনাকি আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.