Sylhet Today 24 PRINT

বুধবার বিদ্যুৎ থাকবে না সিলেটের কিছু এলাকায়

নিজস্ব প্রতিবেদক |  ২৭ সেপ্টেম্বর, ২০২২

রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরের বেশ কিছু এলাকায় বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়- কুমারগাও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট মহানগরীর আম্বরখানা উপকেন্দ্রের আওতাভুক্ত ইলেকট্রিক সাপ্লাই রােড, রায়হুসেন গলি, বড় বাজার, দারুসালাম মাদ্রাসা রােড, খাদসবীর, মজুমদারী, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাশবাড়ী, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহল্লা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত, সুবিদবাজার, বনকলা পাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মিরবক্সটুলা, তাতিপাড়া, লাক্কাতুরাস্থ বিভাগীয় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা, মালনী চড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীরপাড়, কাকুয়ার পাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকর ঘাট এলাকায় সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.