Sylhet Today 24 PRINT

চুনারুঘাটের পূজামণ্ডপগুলো পেল প্রধানমন্ত্রীর উপহার

চুনারুঘাট প্রতিনিধি |  ২৮ সেপ্টেম্বর, ২০২২

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাটে সর্বজনীন ৭৪ পূজামণ্ডপ পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ১৯ হাজার ৭শ টাকা করে, সর্বজনীন ৭৪ পূজামণ্ডপে চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান মহালদার, সহকারী কমিশনার (ভ‚মি) আফিয়া আমিন পাপ্পা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আকবর হোসেন জিতু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. সুধাংশু মোহন দেব, সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল প্রমুখ।

পরে জেলা প্রশাসক ইশরাত জাহান বিয়াম ল্যাবরেটরি স্কুল ও নবনির্মিত মাদার কর্নার প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন।

উল্লেখ্য, এ বছর  উপজেলার ৮৯টি  পূজামণ্ডপে  অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। তারমধ্যে সর্বজনীন ৭৪টি, ব্যক্তিগত ১৫টি  পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.