Sylhet Today 24 PRINT

অধ্যক্ষবিহীন জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ

মো. বেলাল হোসাইন, জুড়ী  |  ০৫ অক্টোবর, ২০২২

দীর্ঘদিন থেকে অধ্যক্ষবিহীন জুড়ী উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ। প্রথম ধাপে সারা দেশে ৩০৪টি কলেজ সরকারিকরণ করা হয়, পরে তার সংখ্যা দাড়ায় ৩২০টি। অধ্যক্ষের অবসর গ্রহণের কারণে দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে এই কলেজ। সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। লেখাপড়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষাবান্ধব বিভিন্ন কার্যক্রম।

জানা যায়,২০১৮ সালে দেশের ৩০৪টি কলেজকে সরকারিকরণ করে সরকার। এদের মধ্যে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ একটি। ২০১৭ সালের ১৭ মে তারিখে কলেজের সব স্থাবর, অস্থাবর সম্পত্তি সরকারিকরণ (ডিড অব গিফট) করে দলিল করা হয়। সরকারিকরণের প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর অরুণ চন্দ্র দাসের অবসরের সময় হলে ২০২০ সালের ৩০ জুন তিনি অবসরে চলে যান।

এর পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ। দায়িত্ব নেওয়ার পর পরই তিনি নতুন অধ্যক্ষ নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেন। কিন্তু নতুন সরকারি হওয়ার কারণে জটিলতা থাকায় প্রায় দুই বছরেও নতুন অধ্যক্ষ পায়নি কলেজ। এ কারণে কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকার কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিতে প্রশাসনিক জটিলতা রয়েছে। তাছাড়া কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও হচ্ছে না চাহিদামত। প্রায় ৪ হাজার শিক্ষার্থীর এ কলেজে দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অনেকে।

কলেজের সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান সুমিত অধিকারী বলেন, ঐতিহ্যবাহী এই কলেজটি উপজেলার প্রধান উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হলেও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসে। অধ্যক্ষ না থাকার কারণে বিভিন্ন সময় সিদ্ধান্তে জটিলতা দেখা দেয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ আহমেদ বলেন, বর্তমানে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর পাশাপাশি তিনটি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। অধ্যক্ষ না থাকার কারণে অনেক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। কলেজের সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখার ক্ষেত্রে, শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনয়নে অধ্যক্ষ প্রয়োজন।

এ ব্যাপারে জানতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.