Sylhet Today 24 PRINT

এবার আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: পরিবেশমন্ত্রী

বড়লেখা প্রতিনিধি: |  ০৬ অক্টোবর, ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে।’

মন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে যাতে আরও বড়ো আকারে পূজা উদযাপন করা যায়, তার ব্যবস্থা করতে হবে।’

পরিবেশমন্ত্রী বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সার্বজনীন প্রতিমা বিসর্জন ঘাট, দাসেরবাজার ইউনিয়নের পানিশাইল সার্বজনীন প্রতিমা বিসর্জন ঘাট, গুলুয়া সার্বজনীন প্রতিমা বিসর্জন ঘাট এবং নিজবাহাদুরপুর ইউনিয়নের ভাগাডহর সার্বজনীন প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল শারদীয় দুর্গাপূজায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে নানা ধরনের অপতৎপতার পাঁয়তারা করেও সফল হতে পারেনি। সরকারের তীক্ষ্ণ সুদৃষ্টি ছিল, তাই সারাদেশে আনন্দঘন পরিবেশে প্রতিমা বিসর্জন শেষ হয়েছে।’

পৃথক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রীর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.