Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ঝোপে মিলল টমটম চালকের হাত-পা বাঁধা মৃতদেহ

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৬ অক্টোবর, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে মো. এখলাছ মিয়া (২৮) নামে এক টমটম চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার দেউন্দি চা-বাগানের ১৫ নম্বর সেক্টর লাইন এলাকার একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে বৃহস্পতিবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত এখলাছ মিয়া উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মোঘড়াপাড়া এলাকার মো. আজিজুর রহমানের ছেলে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ বলেন, ‘এখলাছ মিয়া নামে ওই যুবক পেশায় একজন টমটম চালক। বুধবার সকালে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা টমটম নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাত ১০টা বাজলেও তিনি বাড়ি ফেরেননি। পরে স্বজনরা অনেক স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

‘এক পর্যায়ে দেউন্দি চা-বাগানের ১৫ নম্বর সেক্টর লাইনের পাশের একটি ঝোপঝাড়ে এখলাছ মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে মরদেহটি থানায় নিয়ে যায় এবং খবর পেয়ে তার পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে।’

ওসি আরও বলেন, ‘এখলাছ মিয়ার মরদেহে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ পাওয়া গেলেও তার টমটমটি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে থাকতে পারে। টমটম উদ্ধার এবং ঘাতকদের ধরতে পুলিশ তদন্তের পাশাপাশি বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.