Sylhet Today 24 PRINT

দেশে ফিরে সংবর্ধিত আনোয়ারুজ্জামান চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২২

সিলেটের বিশ্বনাথ পৌরসভা এবং ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের জন্য মাঠে কাজ করতে দেশে ফিরেছেন সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জমান চৌধুরী। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে তিনি সিলেট ওসমনাী আন্তর্জাতিক বিমানবন্ধরে এসে পৌঁছান।

এসময় যুক্তরাজ্যের নরউইচ নরফক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাব্বত শেখের আয়োজনে বিমানবন্ধরের ভিাইপি লাউঞ্জে তাকে বিশাল সংবর্ধনা দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশে থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতি করেছি, যুক্তরাজ্যে গিয়েও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সকলের প্রতি দোয়া কামনা করে আনোয়ারুজ্জামন বলেন, সাধ্যমত বিশ্বনাথ ওসমানীনগরের মানুষের কল্যাণে কাজ করে যচ্ছি, আগামিতেও সিলেট-২ আসনের মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে আমৃত্যু পর্যন্ত নিজেকে উৎসর্গ করতে চাই।

মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় সংবর্ধনা বক্তব্য রাখেন অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সংবর্ধনা সভায় সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচএম ফিরোজ আলী, কাউন্সিলর অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান মেম্বার, সদস্য ডা. শাহনুর হোসাইন, আওয়ামী লীগ নেতা বশির আহমদ, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ-সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, সিলেট জেলা যুবলীগ নেতা সিতার মিয়া, আকদ্দুছ আলী, শাহীন আহমদ, মনিরুল ইসলাম পিনু, বিশ্বনাথ উপজেলা যুবলীগ নেতা রুহেল খান, আমির আলী, শাহ আলম খোকন, তাজুল ইসলাম, ফারুক মিয়া, মোহাম্মদ আলী, দুলাল মিয়া, মিজান আহমদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুসহ সিলেট জেলা, মহানগর ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.