Sylhet Today 24 PRINT

বিএনপির সমাবেশের আগের দিন থেকে মৌলভীবাজারে পরিবহন ধর্মঘট

মৌলভীবাজার প্রতিনিধি: |  ১৬ নভেম্বর, ২০২২

মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ ধর্মঘটের ঘোষণা দেন।

মৌলভীবাজারেও দুই দিনের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। ১৮ ও ১৯ নভেম্বর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি এ ধর্মঘটের ডাক দিয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার বাস-মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান রশিদ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, মৌলভীবাজার জেলার সব পরিবহন মালিক সমিতি ও সড়ক শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ ধর্মঘট ডাকা হয়েছে। আমাদের কিছু দাবি দীর্ঘদিন ধরে পূরণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। তাই এ ধর্মঘট ডাকা হয়েছে।

দাবিগুলোর মধ্যে রয়েছে- সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন বন্ধ, ব্যাটারিচালিত টমটম চলাচল বন্ধ, ট্রাক, লরি পিকআপ ক্যাভার্ড ভ্যানে চাঁদাবাজি ও পুলিশি হয়রানি এবং মৌলভীবাজার জেলায় একটি স্থায়ী ট্রাকস্ট্যান্ড নির্মাণ।

তিনি আরও বলেন, ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে।

সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্ৰুপের চেয়ারম্যান আসাদ হোসেন মক্কু, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.