Sylhet Today 24 PRINT

পুলিশ-বিএনপি সংঘর্ষ, লাখাইয়ে ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লাখাই প্রতিনিধি: |  ১৭ নভেম্বর, ২০২২

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় ৪৫ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার লাখাই থানার উপ পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ‘মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে অভিযান চালাচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় সিলেটের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে বামৈ বাজারে এক প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা বিএনপি। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষে ১০ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন নেতাকর্মী আহত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.