Sylhet Today 24 PRINT

ধর্মঘটের কারণে এক দিন আগেই সিলেটে হবিগঞ্জ বিএনপির নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: |  ১৭ নভেম্বর, ২০২২

ছবি: সংগৃহীত

শুক্র থেকে অনির্ধিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি। তাই বিএনপির নেতা-কর্মীরা শনিবারের গণসমাবেশে যোগ দিতে আগেভাগেই হবিগঞ্জ থেকে সিলেটে পৌঁছে গেছেন।

এক দিন আগেই হবিগঞ্জের বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবারই সিলেটে চলে যান। ইতিমধ্যে কয়েক হাজার নেতাকর্মী সন্ধ্যার আগেই সিলেটে পৌঁছেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ।

তিনি জানান, ধর্মঘট দিয়ে মানুষকে আটকানো যাবে না। ইতিপূর্বে সিলেটের সমাবেশে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত হয়েছেন এবার তার চেয়ে ভিন্ন। এবার আরও অধিক সংখ্যক মানুষ সমাবেশে জমায়েত হবেন। সেটি প্রত্যাশার চেয়েও অনেক বেশি হবে।

তিনি বলেন, এখন শুধু নেতাকর্মীই নয়, সাধারণ মানুষও যুক্ত হয়েছেন। জনসমুদ্র হয়ে যাবে।

তিনি আরও বলেন, অতীতে আমাকে অনেক মিথ্যা মামলার আসামি করা হয়েছে। এবার আরও একটি মিথ্যা মামলা দিয়েছে। এগুলো আমি আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করব। তাদের মিথ্যা মামলায় আমার প্রতি মানুষের ভালোবাসা আরও বাড়বে।

উল্লেখ্য, সিলেটে বিএনপির গণসমাবেশ উপলক্ষে পরিবহণ মালিক শ্রমিকরা সিলেটে প্রথমে ধর্মঘট ডাকেন। পরে মৌলভীবাজারেও একইভাবে ধর্মঘট ডাকা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জেও ধর্মঘট ডাকে জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.