Sylhet Today 24 PRINT

বিএনপির সমাবেশেও বিশ্বকাপের ঢেউ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০২২

সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠের ফটকের সামনেই সুর করে নেচে নেচে হাঁক দিচ্ছেন এক যুবক- ‘দেইখ্যা লন দেড় শ, বাইছ্যা লন দেড় শ’।

তার পরনে কখনও ব্রাজিল আবার কখনও আর্জেন্টিনা দলের জার্সি। তার সামনেও থরে বিথরে সাজানো এ দুই দলের জার্সি।

এ মাঠেই শনিবার অনুষ্টিত হবে বিএনপির বিভাগীয় সমাবেশ। আর পরদিনই শুরু হবে গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত বিশ্বকাপ ফুটবল। সেই গ্রেটেস্ট শোর ঢেউ লেগেছে বিএনপির সমাবেশস্থলেও।

সমাবেশস্থলের পাশেই নেচে গেয়ে জার্সি বিক্রি করা আজিজ আহমদ বলেন, ‘এখানে প্রচুর মানুষ আসবেন। বিক্রি ভালো হবে। তাই জার্সি নিয়ে এসেছি।’

জার্সি বিক্রি করা আজিজ নিজে আর্জেন্টিনার সমর্থক হলেও তার কাছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের জার্সিরও বিপুল সম্ভার। তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক হলেও ব্রাজিল আর্জেন্টিনা দুই দলেরই জার্সি বিক্রি করি। এই দুই দলের জার্সিই বেশি বিক্রি হয়।’

সমাবেশস্থলে আরও নানা পণ্য নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। রয়েছে বেশ কয়েকটি খাবারের স্টল।

এ ছাড়া ডা. জোবায়েদা রহমান ফুড কোর্ট নামে একটি স্টল থেকে বিনামূল্যে শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.