Sylhet Today 24 PRINT

বিএনপির সমাবেশ: সর্তক অবস্থানে পুলিশ, সিলেটের ১৯ স্থানে বসবে চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: |  ১৮ নভেম্বর, ২০২২

শনিবার সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে মাঠে মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গণসমাবেশকে কেন্দ্র করে সর্তক অবস্থানে রয়েছে মহানগর পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে নগরীর প্রবেশপথসহ ১৯টি স্থানে পুলিশের চেকপোস্ট বাসানো হবে।

সিলেট মহানগর পুলিশের কমিশনার নিশারুল আরিফ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান।

তিনি বলেন, ‘সমাবেশকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। শনিবার সমাবেশের দিন সাদা পোশাকসহ নয় শতাধিক পুলিশ থাকবে সিলেট নগরীতে। চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি মোবইল টিম থাকবে।’

সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।’

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দলটি আট বিভাগ ও দুই সাংগঠনিক বিভাগে সমাবেশ করছে। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে (সাংগঠনিক বিভাগ) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ ছাড়া আর সব সমাবেশের সময় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। ময়মনসিংহে ধর্মঘট না থাকলেও যান চলাচল করেনি। সিলেটের সমাবেশের আগে বিভাগের চার জেলা সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে ধর্মঘট ডাকা হয়েছে।

আগের অভিজ্ঞতায় সমাবেশে যোগদানে সমস্যায় পড়ার শঙ্কা মাথায় রেখে ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা বিভিন্ন জেলা থেকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.