Sylhet Today 24 PRINT

সিলেটে বর্নিল আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০২২

সিলেটে বর্নিল আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সিলেট সেনাবিবাসে ৩৮ এসটি ব্যাটেলিয়ন মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১৭ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি, এসিজিপি, এনডিসি, পিএসসি, এমফিল।

এসময় তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক সেনাসদস্য প্রেরণকারী বাহিনী হিসেবে সাহসের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

গনতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে মেধা ও পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের আস্থা করতে সক্ষম হয়েছে।

মুক্তিযুদ্ধের আদর্শ বুকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী।

পরে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপস্থিত বীর মুক্তিযোদ্ধা  সেনা কর্মকর্তা, সংসদ সদস্য, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের মূল পর্বে ২০৫ জন জীবিত, শহীদ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।

পরে, এবছর শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য কর্নেল গোলাম কিবরিয়া জামানকে শান্তকামী পদক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.