Sylhet Today 24 PRINT

কুশিয়ারা ডাইকের নির্মান কাজ পরিদর্শনে হুইপ সামশুল হক

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভাঙন রোধে নির্মাণাধীন কুশিয়ারা ডাইক ও বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

গতকাল শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে হুইপ সরেজমিনে কুশিয়ারা ডাইকের নির্মান কাজ ও বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, ভোলা-৩ আসনের সংসদ নুরুন্নবী চৌধুরী শাওন। এছাড়াও পানি সম্পদ মন্ত্রনালয়, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, যুগ্ম সচিবসহ বিভিন্ন কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন- নবীগঞ্জের কুশিয়ারা নদীর তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে মিলাদ গাজী এমপি প্রায় ৫৯৩ কোটি টাকার বরাদ্দ এনেছেন। ইতিমধ্যে কুশিয়ারা ডাইকের ২২০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে।

হুইপ আরও বলেন- কিছুদিনের ভিতরে আরও ৩৭৩ কোটি টাকার কাজ শুরু হবে, আশা করছি খুব দ্রুত এই এলাকার মানুষ কুশিয়ারা ডাইকের সুফল ভোগ করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.