Sylhet Today 24 PRINT

পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই এগিয়ে সিলেট জেলা

নিজস্ব প্রতিবেদক |  ২৮ নভেম্বর, ২০২২

এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের চারটি জেলার মধ্যে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে শীর্ষে আছে সিলেট জেলার শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ড মিলনায়নে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

সিলেট বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় পাসের হার ৮২.৮৩ শতাংশ।

এছাড়া সুনামগঞ্জ জেলায় পাসের হার ৭৯.২৬ শতাংশ। মৌলভীবাজারে ৭৩.৪৩ এবং হবিগঞ্জে পাসের ৭৬.৭৩ শতাংশ।

এদিকে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়েও এগিয়ে রয়েছে সিলেট জেলা। মোট জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সিলেটের ৩৫৯৮ জন শিক্ষার্থী রয়েছে। এ ছাড়া মৌলভীবাজারের ১৬৫৬ জন, হবিগঞ্জের ১৩৪৩ জন এবং সুনামগঞ্জের ৯৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এ বছর সিলেট জেলায় ৪৩ হাজার ৪৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ হাজার ১৩ জন পাস করেছে। সুনামগঞ্জে ২৩ হাজার ৪৭৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৮ হাজার ৬০৯ জন।

মৌলভীবাজারে পরীক্ষায় বসেছিল ২৫ হাজার ৩৪৩ জন। এর মধ্যে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৬০৯। এছাড়া হবিগঞ্জ জেলায় ২৪ হাজার ৮৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৭ হাজার ৭১৭ জন পাস করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.