Sylhet Today 24 PRINT

এসএসসি পরীক্ষায় ফেল করায় গোয়াইনঘাটে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: |  ২৮ নভেম্বর, ২০২২

এসএসসি পরীক্ষায় ফেল করায় ফাহিমা বেগম নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে।

সোমবার (২৮ নভেম্বর) উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফাহিমা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফাহিমা প্রকাশিত ফলাফলে সে অকৃতকার্য (গনিতে ফেল করে) হয়। গণিত ছাড়া বাকি সকল বিষয়ে ‘জিপিএ এ ও এ মাইনাস’ লাভ করে। এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় দুপুরের দিকে ফাহিমা তার বসতঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগে। এসময় পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। বিকেলে পরিবারের লোকজন বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ঘরে প্রবেশ করে ফাহিমার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে গোয়াইনঘাট থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ফাহিমা বেগম উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের আব্দুল আজিজের মেয়ে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ফাহিমার লাশ উদ্ধার করেছে। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.