Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল কলেজের ‌‌‘শিবিরের কক্ষ’ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২২

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রাবাসের একটি বন্ধ কক্ষ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই কক্ষটি ছাত্রশিবিরের নিয়ন্ত্রাধিন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সিলেট কতোয়ালি মডেল থানা পুলিশ ছাত্রাবাসের একটি কক্ষে অভিযান চালিয়ে কুড়াল, হকিস্টিক, ক্র্রিকেট স্টাম্পসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে। এসময় শিবিবের বিভিন্ন বই এবং প্রচার সামগ্রীও উদ্ধার করা হয়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজে পুলিশ বক্সের উপ পরিদর্শক (এসআই) জুয়েল চৌধুরী জানান, মঙ্গলবার এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রবাসের দীর্ঘদিন থেকে বন্ধ থাকা শিবিরের নিয়ন্ত্রণাধীন একটি কক্ষে দেশীয় অস্ত্র ও প্রচার সামগ্রী দেখতে পান কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তারা কলেজ প্রশাসন ও স্থানীয় পুলিশকে খবর দিলে কক্ষটি খোলে হকিস্টিক, কুড়ালসহ শিবিবের বিভিন্ন ধরণের প্রচার সামগ্রী জব্দ করা হয়।

জুয়েল চৌধুরী বলেন, অস্ত্র উদ্ধার করা হলেও ওই কক্ষে কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের অভিযানকালে ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. নাজমুল ইসলামসহ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.