Sylhet Today 24 PRINT

মায়ের লাশ ঘরে রেখে এসএসসি পরীক্ষা দেওয়া সেই ঝুমা উত্তীর্ণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দেওয়া ঝুমা আক্তার (১৭) নামের সেই শিক্ষার্থী ৩.১১ পয়েন্ট পেয়ে পাস করেছে। তবে, সে ওই দিনের কৃষি শিক্ষা বিষয়ে ‘এ প্লাস’ পেয়েছে।

মঙ্গলবার (২৯ নবেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমার বাবা আলা উদ্দিন। এর আগে গত সোমবার মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ঝুমা উত্তীর্ণ হয়।

ঝুমা আক্তার জগন্নাথপুর উপজেলা কেশবপুর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে চক-কাচিমপুর গ্রামের আলা উদ্দিনের মেয়ে।

গত ২৫ সেপ্টেম্বর সকালে তার মা পারভীন বেগম মারা যান। এসময় ঝুমার এসএসসি পরীক্ষা চলছিল। ওইদিন সকালে কাফনে মোড়ানো মায়ের লাশ বাড়িতে রেখেই এসএসসির কৃষি শিক্ষা পরীক্ষায় অংশ নিয়েছিল সে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.