Sylhet Today 24 PRINT

সিলেট-ঢাকা ফ্লাইট চালু করলো এয়ার অ্যাস্ট্রা

নিজস্ব প্রতিবেদক |  ০৭ ডিসেম্বর, ২০২২

সিলেট ওসমানী আন্তার্জাতিক বিমানবন্দরে 'ফ্লাইট অপারেশন' শুরু করেছে দেশের বেসরকারি এয়ারলাইন্স 'এয়ার অ্যাস্ট্রা'। বুধবার থেকে ঢাকা-সিলেট ফ্লাইট চালু করেছে নতুন এই এয়ারলাইন্স। বিমানটি প্রতিদিন ঢাকা-সিলেট-ঢাকা দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ফ্লাইট চালু উপলক্ষে বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠানের আয়োজন করে 'এয়ার অ্যাস্ট্রা'। ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয় ফ্লাইটের। এতে উপস্থিত ছিলেন এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ ও সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ্‌ দিদার আলম নবেল।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. ছালিক মিয়া জানান, বুধবার বিকেল ৩টায় ঢাকা থেকে ৬৬ জন যাত্রী নিয়ে সিলেট আসে উদ্বোধনী ফ্লাইট। বিকাল সাড়ে ৩টায় ২৬ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে ফ্লাইট। গত ২৪ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইটের মাধ্যমে এয়ারলাইন্স যাত্রী পরিবহন শুরু করে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.