Sylhet Today 24 PRINT

জুড়ীর মরহুম আব্দুল আজিম মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি প্রকল্পের চলতি বছরের পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় জুড়ীর পাতিলাসাঙ্গন নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেধাবৃত্তি প্রকল্পের সাধারণ সম্পাদক সইফ উদ্দিন।

তিনি বলেন, জুড়ীর ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিবে। গত ২০ নভেম্বর এ মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরো জানান, জুড়ির বিশিষ্ট ব্যক্তিত্ব ও সমাজ সেবক মরহুম আব্দুল আজিম মাস্টারের কনিষ্ঠ পুত্র আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল বাসিত মামুন তার পিতার স্মরণে ২০১৮ সালে এ মেধাবৃত্তি প্রকল্প চালু করেন। জুড়ীর শত শত শিক্ষার্থীকে এ মেধাবৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তি দেওয়া হচ্ছে  বলে জানান তিনি।

ইসমত আরা কুসুম বলেন, জুড়ী উপজেলার ৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীরা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিবে। মূলত অত্র এলাকার মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.