Sylhet Today 24 PRINT

সিলেটে ভ্যাট সপ্তাহে সেমিনার ও সম্মাননা

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২২

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সিলেটে সেমিনার ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে নগরের একটি কনফারেন্স হলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. আব্দুল মান্নান শিকদার।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অঞ্চলের কমিশনার আহম্মদ আকবর হোসেন, চেম্বার সভাপতি তাহমিন আহমদ, উইমেনস চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সামগ্রিক ভ্যাট ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনতে বিভিন্ন ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থা কাজ করছে। ভ্যাট ব্যবস্থা আধুনিকায়ন ও সহজতর করতে অনলাইনে সহজ উপায়ে ভ্যাট প্রদানের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে। পাশাপাশি, ভ্যাটদাতা বাড়াতে ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলো দেওয়া হচ্ছে সম্মাননা ও নানা ধরনের সুযোগ সুবিধা।

অনুষ্ঠানের শেষে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.