Sylhet Today 24 PRINT

জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব, নারীসহ গ্রেপ্তার ২১

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২৩

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী দুই ভাইয়ের দ্বন্দ্বে নারীসহ ২১জনকে গ্রেপ্তারের পর জেল হাজতে পাঠায়েছে পুলিশ।  শনিবার প্রবাসী দুই ভাইয়ের জমি-জমা দখল ও পাল্টা দখলকে কেন্দ্র করে দুপক্ষে উত্তেজনা দেখা দিলে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীসহ উভয় পক্ষে ২৮জনকে আটক করে।

তাদের মধ্যে ২১জনকে ১৫১ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আর অপর ৭জন নারীকে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আটক ও গ্রেপ্তার হওয়া সকলেই যুক্তরাজ্য প্রবাসী ওই দুই ভাইয়ের নিকটাত্মীয়। প্রবাসী দুই ভাইয়ের এক পক্ষে রয়েছেন উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মন্নান ওরফে মসকুদ আলী আর অপর পক্ষে রয়েছেন তার আপন ভাই আব্দুল কদ্দুছ ওরফে চিকন আলী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মন্নান ওরফে মসকুদ আলী ও তার ভাই আব্দুল কদ্দুছ ওরফে চিকন আলীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এনিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলাও রয়েছে। তাদের চলমান বিরোধ নিস্পত্তি করতে স্থানীয় পঞ্চায়েতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যর্থ হলে বিষয়টি নতুন করে নিস্পত্তির উদ্যোগ নেন পৌরসভার মেয়র মুহিবুর রহমান।

এরই মধ্যে শনিবার সকালে উভয় পক্ষের লোকজনদের মধ্যে উত্তজনা দেখা দেয়। এসময় দেশিয় অস্ত্র নিয়ে দু’পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের প্রবাসীসহ ২৮ জনকে আটক করে। এরপর তাদের মধ্য থেকে ২১ জনকে শনিবার বিকেলে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

এঘটনায় গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- পশ্চিম শ্বাসরাম গ্রামের মৃত মরম আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কদ্দুছ উরফে চিকন আলী (৬০), একই গ্রামের মৃত কটু মিয়ার ছেলে টুনু মিয়া (৩২), সাজু মিয়া (৩০), মৃত হাফিজ আলীর ছেলে আবুল মিয়া (৪৫), নানু মিয়ার ছেলে শরীফ আহমদ (১৯), আলকাছ আলীর ছেলে জয়নাল মিয়া (৩২), মৃত খুর্শেদ আলীর ছেলে সেবুল আহমদ (৪৮), আর্শ্বব আলীর ছেলে রোহান উদ্দিন জাফর (১৯), মৃত ছিদ্দিক আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), নানু মিয়ার স্ত্রী নাছিমা বেগম (৩০), জুনু মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫), চান্দশীরকাপন গ্রামের মৃত আমজদ আলীর ছেলে ছালেক মিয়া (২৫), ধীতপুর গ্রামের মৃত তৈয়ব আলীর কন্যা রিয়া বেগম রুবি (৩০), দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর পূবভাগ গ্রামের ফজলু মিয়ার ছেলে ফয়ছল আহমদ (২৬), ওসমানীনগর উপজেলার রাঘবপুর গ্রামের আইন উল্লাহর ছেলে রাসেল উল্লাহ (২৪), খাপনখালপাড় গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে লাল মিয়া (২৪), মৃত আমজদ খানের পুত্র কামরুল খান (২৪), মোল্লারগাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে আব্দুল মতিন (৪৩), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মৃত আফিজ আলীর ছেলে কফিল আহমদ (২৩) ও কুবাজপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে মো. রাসেল মিয়া (২৪)।

বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, দুই ভাইয়ের দ্বন্ধের কারণে দু’পেক্ষ সংর্ঘ হওয়ার উপক্রম হয়। এসময় সংঘর্ষ এড়াতে উভয় পক্ষে ২৮জনকে আটকের পর ২১জনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। আর মানবিক কারণে ৭জন নারীকে তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.