Sylhet Today 24 PRINT

সিলেট বিআরটিএ অফিসে দালালদের দৌরাত্ম্য, অভিযানে দুই দালাল আটক

নিজস্ব প্রতিবেদক: |  ১০ জানুয়ারী, ২০২৩

সিলেটের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিসে দালালদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ অসহায়। দালালদের দৌরাত্ম্যে হয়রানির শিকার হন সিলেট বিআরটিএ অফিসে সেবা নিতে আসা লোকজন।

নানা অভিযোগে সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সিলেট বিআরটিএ অফিসে ঝটিকা অভিযান চালায় জেলা প্রশাসন।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সব দালাল পালিয়ে গেলেও দুজনকে আটক করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।

তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে জেলা প্রশাসকের পশ্চিম-উত্তর কোণায় সোনালী ব্যাংকের নিচে ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির অফিস থেকে বিপুলসংখ্যক মোটরযানের কাগজপত্রসহ দুই জনকে আটক করা হয়।

আটক দুই দালাল হলেন- মামুন (২৪) ও রোমেল (২২)। তবে এ সময় এ স্থানে থাকা আরো বেশকিছু দালাল পালিয়ে যায়।

ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান বিআরটিএ অফিসে দীর্ঘদিন থেকে দালালি করে আসছে মামুন ও রোমেল। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.