Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

চুনারুঘাট প্রতিনিধি: |  ২৫ জানুয়ারী, ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আবুল হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।

বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাব সাবেক সভাপতি মো. কামরুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূরুল আমীন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মহিদ আহমদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, সাংবাদিক সম্পাদক মনিরুজ্জামান তাহের, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ন সম্পাদক মো. ফারুক মাহমুদ, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল রাজ্জাক রাজু, সাংবাদিক ফখরুদ্দীন আবদার, নুর উদ্দিন সুমন, মিজানুর রহমান মিজান, মাহমুদুল হক সুজন, শংকর শীল, এফএম খন্দকার মায়া, আব্দুল জাহির মিয়া, মিজানুর রহমান উজ্জল প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন হোটেল মালিক ও সুশীল সমাজের প্রতিনিধি।

উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বাস্তবায়নে এই সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালঅ অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.