Sylhet Today 24 PRINT

উপহারের গাড়ি নিতে শিক্ষকের বাড়িতে হিরো আলম, মানুষের ভিড়

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

গাড়ি উপহারের ঘোষণা দেওয়া শিক্ষকের বাড়িতে গিয়েছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক এম মুখলিছুর রহমানের বাড়িতে পৌঁছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই দুই ব্যক্তির উপহার দেওয়া-নেওয়ার ঘটনা দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেছেন।  

হিরো আলম বলেন, ‘এম মুখলিছুর রহমান আমাকে গাড়ি উপহারের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলেন। সে অনুযায়ী আমি তার বাড়িতে এসেছি, দেখি এখন তিনি কি করেন। ’

এম মুখলিছুর রহমান চুনারুঘাটের আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ। হিরো আলম সংসদ সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জ নিয়েছেন, তা মোকাবিলার জন্য তাকে নিজের গাড়িটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। আগের ঘোষণা অনুযায়ী আজ গাড়িটি উপহার দেওয়া-নেওয়ার কথা।  

ওই শিক্ষকদের বাড়িতে আসা লোকজনের মধ্যে একজন পেশাজীবী সাইফুল ইসলাম।

তিনি বলেন, ‘হিরো আলম এবং এম মুখলেছুর রহমান দুইজনই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি। তাদের উপহার দেওয়া-নেওয়ার ঘটনা দেখতে এখানে এসেছি। ’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.