Sylhet Today 24 PRINT

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নগরীতে বাসার ভেতর মিলল অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক: |  ০৭ ফেব্রুয়ারী, ২০২৩

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সিলেট নগরের বাসা থেকে ফয়সল আহমেদ নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরের শাহপরান থানার দাস পাড়া খিদিরপুর এলাকার আয়েশা মসজিদের পাশের এক বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

তিনি শাহপরান থানার দাওগ্রাম খিদিপুরের মৃত রুস্তম আলী খানের ছেলে।

পুলিশের সূত্র জানায়, লাশের পাশে থাকা প্রত্যয়নপত্র থেকে ধারণা করা হচ্ছে নিহতের নাম ফয়সল আহমেদ। তিনি শাহপরান থানার দাওগ্রাম খিদিপুরের মৃত রুস্তম আলী খানের ছেলে। স্থানীয়রা জানায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ওই বাসায় গিয়ে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তিন-চারদিন আগে ওই যুবক মার যান।

বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান, ‘লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.